মাশরাফিকে অপমান করে কথা বলার জবাব দিলেন শাহারিয়ার নাফিস

আগামীকাল বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ শেষে মাশরাফি কে অপমান করে কথা বলে  ভারতের সাবেক পেসার অজিত আগারকার। মাশরাফি দলে থাকা ও অধিনায়ক্ত্ব নিয়ে প্রশ্ন তুলে এই পেসার। তিনি বলেন, ‘রশিদ ও নাইব শেষের দিকে মাশরাফিকে বেধড়ক পিটিয়েছে। যদি তার দলে থাকার কারণ এটা হয় যে সে দলকে একত্র করে রাখে এবং মেন্টরের ভূমিকা পালন করে, […]