‘৮৬-র বিশ্বকাপের প্রতিশোধ নিলো পর্তুগাল!

‘৮৬-র বিশ্বকাপ ইতিহাসের পুনরাবৃত্তির হলোনা মরক্কোর। ১৯৮৬ সালের বিশ্বকাপে পর্তুগালেকে ৩-১ গোলে হারিয়েছিলো মরক্কো। মনে মনে হয়তো এমন বেদনা পুষে রেখে ছিলো পর্তুগাল। চলমান রাশিয়া বিশ্বকাপে হট ফেবারিটদের মধ্যে একটি না ধরলেও ফেবারিটের তালিকায় আছে তারা। আর ফেবারিটকে যে হট ফেবারিটে পরিনত করতে চলেছেন রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই খেলা শুরুর মাত্র চার মিনিটের মাথায় […]