
আগস্টে পিএসজিতে যোগদেন নেইমার। যোগদানের পর থেকে এরই মধ্যে সব কয়টি প্রতিযোগিতা মিলিয়ে পাঁচটি করে গোল করেছেন ও করিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তবে পায়ের ইঞ্জুরির কারণে গত শনিবার লিগে মঁপেলিয়ের সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে ছিলেন না তিনি। আর তাই এ মৌসুমে ওই ম্যাচেই প্রথম ড্র করে পিএসজি। কিন্তু অন্যদিকে ঊরুতে আঘাত পাওয়া আর্জেন্টাইন তারকা দি […]









