পুরুষের ক্রিকেটে থাকবে মহিলা আম্পায়ার!

এই মৌসুমেই জার্মান বুন্দেসলিগায় প্রথম মহিলা রেফারি হিসেবে দায়িত্ব পালন করে ইতিহাস গড়েছেন বিবিয়ানা স্টেইনহস। এবার ক্রিকেটেও ঠিক একইরকম ইতিহাসের সূচনা করতে যাচ্ছেন এক অস্ট্রেলিয়ান মহিলা আম্পায়ার। প্রথম মহিলা আম্পায়ার হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের প্রথম শ্রেণীর ম্যাচে দায়িত্ব পালন করবেন ক্ল্যায়ার পোলোসাক। কখনোই পেশাদার ক্রিকেট খেলেননি। তাহলে আম্পায়ার হওয়ার ভূত মাথায় চাপলো কিভাবে? ২৯ বছর […]