
বিশ্বকাপে বেলজিয়ামের কাছে থমকে গেলেও থেমে নেই ব্রাজিল ফুটবল। কোপা আমেরিকাকে সামনে রেখে আবারও গা-ঝাড়া দিয়ে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের পর দুটি প্রীতি ম্যাচ খেলে দুটিতেই রাজসিক জয় পেয়েছে সেলেসাওরা। যুক্তরাষ্ট্রের মাঠে গিয়ে ২-০ গোলে জেতার পর এল সালভাদরকে ৫-০ গোালে উড়িয়ে দিয়েছে নেইমার বাহিনী। আরেকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ নেইমারদের প্রতিপক্ষ সৌদি অারব। বাংলাদেশ […]
