
রাশিয়া বিশ্বকাপে আমরাই চ্যাম্পিয়ান হবো এমন টাই বললেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। তাদের হাতে উঠবে রাশিয়ার ফুটবল বিশ্বকাপ ট্রফি’ এমনটাই জানালেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার। ‘ন্যাটো’ সামিটে যোগ দিতে আসে এমন কথাই বলেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট গ্র্যাবার। তিনি আরও জানান, আমরা অনেক রাত অবধি ‘ইংল্যান্ড-ক্রোয়েশিয়া’ ম্যাচ দেখেছি। ম্যাচ শেষে অনেক উল্লাস-নাচানাচি করেছি। এজন্য সেদিন ন্যাটো সামিটে যোগদান করতেও […]
