
পুরো নাম রবার্তো ফিরমিনো বারবোসা ডে অলিভেরা। ব্রাজিলের মেসিও অ্যালগোয়াসে ১৯৯১ সালে জন্ম তার। আর ব্রাজিলের যে জায়গায় জন্ম সেই মাসেইও বিখ্যাত ছিল আলাগোয়াস কুখ্যাত দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের জন্য। গুলির আওয়াজ, মারামারি, প্রাণহানি কিংবা হানা-হানি সেখানকার নিত্যনৈমিত্তিক ঘটনা। রাস্তাঘাটে বেরোতে হত প্রাণ হাতে নিয়ে। সে কারণেই ছোটবেলা থেকে ফিরমিনোকে বাবা–মা খুব একটা বাড়ির বাইরে যেতে দিতেন […]

