
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ৫ম আসর পর্যন্ত সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান। ১) সাকিবের শিকার মোট ৬১টি উইকেট ৪৮ ম্যাচে ১৯.৫৫ গড়ে ৬.৬৪ ইকোনমি রেটে । ২) সাকিবের থেকে এক উইকেট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন খুলনা টাইটান্সের কেভন কুপার। ৩) মোশাররফ হোসেন রুবেল ৪২ ম্যাচ খেলে ৪৭ উইকেটের মালিক । […]
