
সিলেট ও ঢাকা পর্ব শেষে আগামীকাল থেকে পর্দা উঠবে বিপিএলের তৃতীয় পর্বের। অর্থাৎ এবার পর্দা উঠবে চিটাগাং পর্বের। চিটাগাং পর্বের ম্যাচে অংশ গ্রহন করতে এরই মধ্যে সব দলই পৌছেছে বন্দর নগরীতে। খুলনা ও রংপুরের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে চিটাগাং পর্বের। বিপিএলে চিটাগাং পর্বের ম্যাচের সূচিঃ ২৪-১১-২০১৭ – খুলনা টাইটান্স-রংপুর রাইডার্স- দুপুর দুইটা ২৪-১১-২০১৭ – […]
