নেইমারের বিদায়ে মেসির বার্তা, যা মিডিয়া তুলপার করে তুললো!

বার্সা ছেড়ে চলে যাচ্ছেন বন্ধু নেইমার।  এতদিন একসঙ্গে কত স্মৃতি, কত কথা বলেছেন দুজন।  কিন্তু আবেগ ধরে রাখতে পারেননি লিও।  ইন্সটাগ্রামের এক পোস্টের মাধ্যমে নেইমারের সঙ্গে নানা মুহূর্তের ছবি স্লাইড শো করে প্রকাশ করেন মেসি। সেই সাথে নেইমারকে শুভকামনা জানিয়ে মেসি লিখেছেন, নেইমারের সঙ্গে কাটানো গত কয়েকটি বছর ছিল দারুণ উপভোগ্য।  তবে ওর জীবনের নতুন […]