
রাজনৈতিক অবস্থান থেকে একে অন্যের চির শত্রু। তিন জনেরই আলাদা আদর্শ। আবার শেখ হাসিনা ও খালেদা জিয়া তো একে অন্যের মুখও দেখেন না বছরের পর বছর। দুজনের সর্বশেষ দেখাও হয়েছিল ২০০৯ সালের ২১ নভেম্বর। তবে এই দুই নেত্রীকে এবার এক মোহনায় মিলিয়ে দিয়েছে ব্রাজিল। ফুটবলে দুজনেই ব্রাজিলের কট্টর সমর্থক এবং ব্রাজিলের হয়েই খেলা দেখবেন বিশ্বকাপে। […]

