তখন আমরা সত্যিকারের প্রতিশোধ নিতে পারব !

২০১৪ বিশ্বকাপে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজল। কিন্তু কোয়ার্টার-ফাইনালে চোট পেয়ে ছিটকে যান প্রাণভোমরা নেইমার। শেষ চারে ৭-১ গোলে হারের লজ্জা নিয়ে শেষ হয় সেলেসাওদের যাত্রা। স্মৃতি হাতড়ে ওই ম্যাচ প্রসঙ্গে নেইমার বলেন, “দলের মতো আমারও পরাজিত অনুভূতি হয়েছিল। অন্য সবার মতো আমিও তাতে আক্রান্ত হয়েছিলাম। নিজেদের দেশে আমাদের ওপর প্রত্যাশার […]