
রাশিয়া বিশ্বকাপের পর প্রথম বার মাঠে নামছে ব্রাজিল। আগামীকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। খেলাটিও হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। আগামীকাল বংলাদেশ সময় ভোর ৫.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। আর ম্যাচটি সরাসরি দেখাবে বেন স্পোর্টস ২। ব্রাজিলের সম্ভব্য একাদশ: অ্যালিসন, মারকুইনোস, থিয়াগো সিলভা, ফ্যাবিনহো, ফিলিপে লুইস, ক্যাসেমিরো, ফ্রেড, কুতিনহো, নেইমার, ডগলাস কস্তা, ফিরমিনো।









