শতভাগ ফিট নয় ব্রাজিলীয়ান ফরোয়ার্ড নেইমার কোচ তিতে!

রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় রস্তোভে সুইজারল্যান্ডের বিপক্ষে ‘হেক্সা’ মিশনে নামবে তিতের শিষ্যরা। এর আগে ৮ বার মুখোমুখি হয়েছিল দুই দল। এর মধ্যে ব্রাজিল জিতেছে ৩ বার, আর সুইজারল্যান্ড ২ বার। সর্বশেষ দেখা হয়েছিল ২০১৩ সালে। সেবার ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। আর এবার রাশিয়ায় স্পেন-আর্জেন্টিনা-পতুর্গালের মতো শিরোপা প্রত্যাশি দলগুলোর মত তাদেরও বিশ্বকাপ মিশন শুরু আজ। […]