
বাংলাদেশে আসতেছে ব্রাজীলিয়ান ফুটবলার ভিনিসিয়াস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবাগত ক্লাব বসুন্ধরার হয়ে চুক্তি করেছে এই ব্রাজিলিয়ান ফুটবলার। তবে, এই ভিনিসিয়াস কিন্তু রিয়ালের নতুন সেনসেশন ভিনিসিয়াস জোসে পাইশাও ডি অলিভিয়েরা জুনিয়র নয়। এর আগে থাইল্যান্ড লিগে খেলেছে এই ফুটবলার। তবে এখন নাম লিখিয়েছেন ঢাকার বসুন্ধরা কিংসে। এ বিষয়ে বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘চুক্তি […]
