ব্রাজিলের ৬ বছরের বালককে পাবার জন্য অস্থির হয়ে আছেন রিয়াল বার্সার মত ক্লাব

তার নাম মার্কো অ্যান্টোনি।ব্রাজিলের খুদে এক বালক। বেশিরভাগ মানুষ চেনে মারকুইনহো নামেই। বয়স মাত্র ৬। তাতেই তার পায়ের কাজে মুগ্ধ বিশ্বের সেরা সেরা ক্লাব যে তালিকায় আবার আছে রিয়াল মাদ্রিদ ও বার্সালোনার মত ক্লাবও। তার পায়ের কারুকার্য অনেকটাই নেইমারের মত। আর এই বয়সেই তার ফুটবল কারিশমায় মুগ্ধ ফুটবল দুনিয়া। তবে এই খুদে বালক আক্রান্ত বিরল […]