
রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার প্রমন দিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের এই ব্যর্থতার জন্য আর্জেন্টিনার কোচ সাম্পাওলকে বিদায় করেছে সেই দেশের ফুটবল ফেডারেশন। এরপর কোচ খুঁজায় ব্যাস্ত তারা। এর পর আর্জেন্টিনার নতুন কোচদের তালিকায় বিভিন্ন জনের নাম আসে। এবার টাটা মার্টিনোর নাম জোড়ালো ভাবেই সামনে আসছে। আর টাটা মার্টিনোই হচ্ছে একমাত্র কোচ যিনি মেসি ছাড়া সর্বোচ্চ সংখ্যক ম্যাচ জিতিয়েছেন। […]
