এক নজরে মার্সেলো ভিয়েরা ডা সিলভা জুনিয়র

পুরো নাম মার্সেলো ভিয়েরা ডা সিলভা জুনিয়র। উচ্চতা ১.৭৪ মিটার ও মাঠের অবস্থান লেফট ব্যাক ১৯৮৮ সালের ১২ই মে মাসে রিও ডি জেনেইরো, ব্রাজিলে জন্ম নেন তিনি।  সচরাচর তিনি মার্সেলো নামেই সমধিক পরিচিত। ব্রাজিল জাতীয় ফুটবল দলের অন্যতম খেলোয়াড় মার্সেলো মূলতঃ লেফট উইঙ্গার হিসেবে খেলছেন। এছাড়াও ক্লাব ফুটবলে তিনি রিয়াল মাদ্রিদে প্রতিনিধিত্ব করছেন। চমৎকার কৌশল পরিচালনা, দূর্দান্ত শট ও সুন্দরভাবে বল পাসের জন্য তিনি জনপ্রিয়তা পেয়েছেন। […]