
রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে ‘সিরি আ’ ক্লাব জুভেন্টাসে নাম লেখান। এখন রোনালদোর পথে হাটছে তার ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান ফুল ব্যাক মার্সেলো। ইতালিয়ান পত্রিকা কোরিরি ডেলা সারা জানিয়েছেন রোনালদোর সাথে জুভেন্টাসে যোগ দিতে পারে মার্সেলো। যেদিন থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জন চলছিলো, তখন দলের অন্যান্য তারকারা বলেছিল, আশা করি রোনালদো থাকবে। কিন্তু মার্সেলোর কথাই ছিল […]


