
বাংলাদেশ দল দেড় মাসের লম্বা সফরে ওয়েস্ট ইন্ডিজে রওনা দিচ্ছে আগামীকাল রাতে। তবে দলের সঙ্গে যেতে পারছে না মেহেদী হাসান মিরাজ। ভিসা–সংক্রান্ত জটিলতারর কারণে ২০ বছর বয়সী অফ স্পিনার জিতে পারছে না। বাংলাদেশ দল চলতি মাসের ২৪ তারিখ অ্যান্টিগায় পা রাখবে দুবাই-নিউইয়র্ক হয়ে। শুধু ট্রানজিট ব্যবহারের জন্যই নয়, বাংলাদেশকে এবার ফ্লোরিডায় দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। […]




