সুইডেনের কাছে পাত্তাই পেলোনা মেক্সিকো!

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকোর মুখমুখি হয় সুইডেন। মাঠে নেমে শুরু থেকেই মেক্সিকোর রক্ষণ ভাগকে চাপে ফেলে দেয় সুইডেন। শেষর দিকে চাপের মোকাবেলা করে ফিরতি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি মেক্সিকো। যার ফলে ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশুন্য ভাবে। প্রথম অর্ধ শেষ করে ম্যাচের ৫০ মিনিটে ডিফেন্ডার লুডোভিগ আগুস্টিনসন প্রথম গোলে এগিয়ে […]