
মোসাদ্দেক হোসাইন সৈকত সবাই সৈকত বলেই ডাকেন। ১৯৯৫ সালের ১০ ডিসেম্বরে ময়মনসিংহে তার জন্ম হয়। মা বাবার বড় সন্তান চিলেন তিনি। বাবার স্বপ্ন ছিলো সে একজন বড় মাপের ক্রিকেটার হবেন! কিন্তু তা আর তার বাবার দেখা হলো না, ২০০৫ সালে তার বাবা চলে যান না ফেরার দেশে। বাবা না থাকলেও স্বপ্ন বঙ্গ হতে দেন না তার মা। […]
