কোচ সম্পর্কে বিসিবিকে সতর্ক করলেন আসরাফুল

বাংলাদেশ জাতীর দলের জন্য কোচ খুজছেন বিসিবি। সেখানে বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন রিচার্ড পাইবাস। দারুণ হিসেব নিকেশ করে দল পরিচলনা করতে পছন্দ করেন তিনি।  নিজের শীষদের দুর্বল জায়গা গুলো যেমন নোট করে রেখে আলাদা কাজ করেন, ঠিক একইভাবে প্রতিপক্ষের সেরা ক্রিকেটার নিয়ে পরিকল্পনা করার ক্ষেত্রেও এর আগে মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। আগের মেয়াদে বাংলাদেশ […]