রণবীরকে জন্মদিনের উপহার দিলেন মেসি

এ বছর ৩৬-এ পা দিয়েছেন রণবীর।গেল ২৮ সেপ্টেম্বর ছিল বলিউডের অভিনেতা রণবীর কাপুরের জন্মদিন। ।তবে এবারের জন্মদিনটি বলতে গেলে তার জন্য ছিল খুবই স্পেশাল, পাশাপাশি দারুণ চমকের। কেননা তার জন্মদিনে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি খোদ উপহার পাঠিয়েছেন। ফুটবলের খুব বড় একজন ভক্ত রণবীর পাশপাশি মেসিরও বিরাট ভক্ত তিনি। এছাড়াও আইএসএলে নিজের ফুটবল দলও রয়েছে রণবীরের। […]