চাপের মুখে থাকা রিয়াল মাদ্রিদের মতো ভয়ংকর দল আর দ্বিতীয় নেই!

২০০৭-০৮ মৌসুমে লা লিগা জেতায় ২০০৮ স্প্যানিশ সুপার কাপে অংশগ্রহণের সুযোগ পায় রিয়াল মাদ্রিদ, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল সে মৌসুমের স্প্যানিশ কিংস কাপ (বর্তমান কোপা ডেল রে) জয়ী ভ্যালেন্সিয়া।২০০৮ সালের ১৭ আগস্ট মেস্তায়া স্টেডিয়ামে প্রথম লেগে মুখোমুখি হয় দুই দল। ডাচ স্ট্রাইকার রুড ফন নিস্টলরয় ১৩ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দিলেও ৫৫ মিনিটে হুয়ান […]