
আইপিএলের প্রতি ম্যাচেই উইকেট নেয়ার পাশাপাশি রান চেক দিচ্ছেন বলেও মন্তব্য করেন লক্ষন। তাই সাকিবকে প্রশংসায় ভাসিয়ে লক্ষ্মণ বলেছেন, “সাকিব সবসময়ই আন্ডার রেটেড। সে অনেক ঠান্ডা মেজাজের। সে প্রায়ই দুটি করে উইকেট নিচ্ছে, রান চেক দিচ্ছে। আমি মনে করি আমাদের বোলারদের মধ্যে সেই সবচেয়ে আন্ডাররেটেড। ” হায়দ্রাবাদের প্রত্যেক বোলারকেই আক্রমণাত্মক বলার মনে লক্ষ্মণ। বিশেষ করে লেগ স্পিনার […]
