লা লীগা থেকে বের করে দেওয়া হবে বার্সোলোনাকে!

বার্সেলোনার সমর্থকদের জন্য দুসংবাদ। লা লিগা থেকে বার্সেলোনাকে বের করে দেয়া হতে পারে। কাতালুনিয়ার স্বাধীনতার প্রশ্নে ক্রমশ চিন্তা বাড়ছে স্পেন সরকারের। চলতি সপ্তাহেই আরেকবার স্বাধীনতার জন্য গণভোটের লাইনে দাঁড়াবেন স্পেনের স্বায়ত্তশাসিত প্রদেশটির জনগণ। এতে দুশ্চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার দশা লা লিগা কর্তৃপক্ষেরও। গণভোটে কাতালানদের দাবি স্বাধীনতার পক্ষে গেলে এবং পরের প্রক্রিয়ায় প্রদেশটি স্পেন […]