বাংলাদেশকে অপমান করে কথা বলল সাইদ আজমল

গত কাল এশিয়া কাপের অলিখিত সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের কাছে ৩৭ রানে পরাজিত হয় পাকিস্তান। আর এই পরাজয়ের পর চটেছেন পাকিস্তানি সাবেক স্পিনার সাইদ আজমল। ম্যাচ হারার পর বাংলাদেশকে অপমান করে কথা বলেছে আজমল। আর পরাজয়ের পর টুইটারে আজমল লিখেন, “বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা দেখে আমার লজ্জা লাগছিল। ভারতের সাথে […]