
২০০৭ সাল থেকে ফিফার বর্ষসেরা দলে জায়গা পেয়ে আসছেন আর্জেন্টিনার মেসি ও পর্তুগালের রোনালদো। এই তালকায় জায়গা হয়নি ব্রাজিলীয়ান সুপার স্টার নেইমার ও মোহামেদ সালাহর। গতকাল সোমবার লন্ডনে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়। জায়গা হয়নি বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জেতা থিবো কোর্তোয়ার। ফিফা বর্ষসেরা একাদশ: দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড/স্পেন), […]





