চেন্নাইয়ের মাঠে হচ্ছে না আইপিএলে বাকি ম্যাচ গুলো!

গত ৭ এপ্রিল শুরু হয়েছে আইপিএলের ১১ তম আসর। এই আসর শুরু হতে না হতেই শুরু হয় এক ঝামেলা। ভারতের কাবেরি নদীর পানি বন্টন কে কেন্দ্র করে সমর্থকদের একাংশের উগ্রতার কারণে চেন্নাই থেকে আইপিলের বাকি সব ম্যাচ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়ে গেছে ইতোমধ্যেই। ম্যাচ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত প্রকাশ করার পর সেই সমর্থকদেরই আরেক অংশ হতাশা […]