
মেসির ছায়া থেকে বের হওয়ার জন্যই রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যান নেইমার এমনটাই মনে করেছেন বার্সালোনার ফ্যান। সেই নেইমারই কিনা এখন বার্সেলোনায় ফিরতে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছেন! স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোর দাবি করেছেন, ক্যাম্প ন্যুতে ফেরার জন্য নিয়মিত ক্লাবটির কাছের লোকজনের সঙ্গেও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন পিএসজি তারকা। অপরদিকে স্প্যানিশ পত্রিকা এএস জানিয়েছিল, বার্সার […]
