
ক্যারিবিয়ান প্রিমিয়ারলীগকে বিদায় জানালো অস্ট্রিলিয়ান তারোকা স্মিথ। সাইড স্ট্রেইনের ইঞ্জুরির কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলো স্টিভ স্মিথ। গত রোববার সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে ম্যাচের পর বার্বাডোজ ট্রাইডেন্টসের অধিনায়ক জেসন হোল্ডার বাকি ম্যাচগুলোতে স্টিভ স্মিথকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বার্বাডোজের হেড কোচ রবিন সিং জানান, চিকিৎসার জন্য এই ক্রিকেটার দেশ ফিরে গিয়েছেন। বার্বাডোজের […]




