
পাকিস্তানের ঘরোয়া টি-২০ লিগে প্রথম উইকেটে রেকর্ড করলেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান কামরান আকমল ও সমলন বাট। রাওয়ালপিণ্ডিতে অনুষ্ঠিত ঘরোয়া আন্তর্জাতিক টি-২০ কাপ লাহোর হোয়াইট-দের হয়ে খেলছিলেন এই দুজন। প্রথম উইকেটে কামরান আকমল ও সালমান বাটের জুটি ২০৯ রান করে। এর আগের রেকর্ড ছিল ২০৭ রানের। গত অগাস্ট মাসে কেন্টের হয়ে তা গড়েছিলেন জো ডেনলি ও […]
