
৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাজিলিয়ান তারকাকে ন্যু ক্যাম্পে নিয়ে আসে কাতালান ক্লাবটি। দলের খুব কঠিন সময়ে। নেইমার যখন বার্সাকে হতাশার সাগরে ডুবিয়ে নতুন করে ঠিকানা গড়েন পিএসজিতে।এরপর পাউলিনহোকে ভালোভাবে গ্রহন করেনি বার্সা সমর্থকরাও। তার পরিচিতি অনুষ্ঠানে হাতে গোনা কিছু সমর্থক এসেছিল। আর এটাই যেন তাতিয়ে দিয়েছিল পাউলিনহোকে।মাঠের খেলা শুরু হতেই পাউলিনহোর ভয়ঙ্কর রুপ দেখল বার্সা। […]






