তবে কি নভেম্বরেই মাশরাফির সহায় হয় ভাগ্য দেবতা!

২৫ নভেম্বর, ২০১৭। এবারো সেই চিটাগং ভাইকিংস প্রতিপক্ষ। মাশরাফির কাঁধে এবার রংপুর রাইডার্সের নেতৃত্ব। কাকতালীয় ভাবে এবারো জিততে হলে দরকার ১৭৭ রান।  ৩১ রানে প্রথম উইকেট পতনের পর ক্রিজে আসলেন মাশরাফি। এবারো ১৭ বলে করলেন ৪২ রান। আগের একটি উইকেটের সুবাদে ম্যাচ সেরাও তিনি। বলাই বাহুল্য ম্যাচটায় জিতে গেছে রংপুর রাইডার্স। ঠিকানা পাল্টালেও মাশরাফি আছেন […]