
কুমিল্লার বিপক্ষে আজ আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করলেন সাকিব লঙ্কান আম্পায়ার রেনমোরে মার্টিনেজের ওপর মেজাজ হারিয়ে বসেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আম্পায়ারের ওপর চিৎকার করে ওঠেন তিনি। এই ঘটনায় খানিকটা ভয়ও পেয়ে যান মার্টিনেজ। পরে তিনি অবশ্য সাকিবকে শান্ত হওয়ার পরামর্শ দেন। এমন ঘটনা্য় সহসা পার পেয়ে যাওয়ার কথা নয় সাকিবের। ম্যচ ফি কর্তনসহ নিষিদ্ধও হতে পারেন […]









