নিজেকে ১৭৫ বার প্রমাণ করেছেন বুফন!

১৯৯৭ থেকে তিনি ইতালির জার্সি গায়ে গোলপোস্ট পাহারা দিয়েছেন। নিজ দেশের হয়ে প্রতিপক্ষের সামনে ১৭৫ বার প্রমাণ করেছেন। ব্যাক্তিগত অর্জনে বারবার ছাপিয়ে গিয়েছেন নিজেকে। পুরো ক্যারিয়ার জুড়ে নিজ দলের উপর আস্থা রেখে গিয়েছেন শক্তিমান ও সাহসী এই গোলকিপার। তিনি হচ্ছেন বুফন! এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন তিনি। গোলপোস্টের সামনে বুফনের উপস্থিতি মিস করবে সবাই।