
শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখার পর ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক থেকে বল নিয়ে এগিয়ে এমবাপের করা ক্রসে টোকা মেরে বল জালে পাঠান অরক্ষিত অবস্থায় থাকা নেইমার। প্রতিদান দিতে বেশি দেরি করেননি নেইমার। বাঁ দিক থেকে ডান পায়ের বাইরের অংশের টোকায় বল পাঠান ডি-বক্সে। অরক্ষিত অবস্থায় থাকা এমবাপে সহজেই বল পাঠান […]
