
এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে পাকিস্তান। তবে শাদাব খান সে আনন্দে ততটা ভাসতে পারছেন না। গতকাল সোমবার ক্যারিবীয় ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটনকে ফিরিয়ে অক্রিকেটীয় আচরণের দরুন আইসিসি শাস্তির আওতায় এনেছে শাদাব খানকে। এই লেগস্পিনারের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। উইন্ডিজ ইনিংসের নবম ওভারে উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ালটনকে শাদাব ফিরিয়ে দেন সোজা […]







