ম্যানচেস্টার সিটি বনাম লিভারপুলের খেলাটি সরাসরি দেখুন

চ্যাম্পিয়ন লীগের ১ম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুর জয় পায় ০-৩ গোলের ব্যাবধানে ।আম আবার ২য় লেগে মাঠে নামতে যাচ্ছে এই দুই দল। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২ঃ৪৫ মিনিটে খেলাটি সরাসরি দেখুন ঃ

পি এস জির নজর এবার কৌতিনহোর দিকে!

বর্তমান সময়ে সেরা মিড ফিল্ডারের মধ্যে কৌতিনহো একজন। সে এখন লিভারপুলের হয়ে অসাধারণ খেলে যাচ্ছে। দলবদলের জন্য  নেক্সট সামার ট্রান্সফারে কৌতিনহোর জন্য লিভারপুলের সাথে বিড করবে পিএসজি। সেই বরাতে ক্যাপ্টেন সিলভা কথা বলেছে তার সাথে, কৌতিনহো কোথায় যাবেন সে ব্যাপেরা পরিস্কার করে কিছু বলেনি। তবে সিলভার আশা বাদি কৌতিনহো তার সেরা ডিসিশনটাই নিবে।