
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নের পথে নকআউট পর্বের শুরুতেই রিয়াল মাদ্রিদ বাধা। তবে তাতে পিএসজির যাত্রা বাধাগ্রস্ত হবে না বলে মনে করেন দলটির মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে। লিগ ওয়ানের শীর্ষে থাকা পিএসজি ইউরোপ সেরার মঞ্চে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে নকআউট পর্বে ওঠে। নেইমার, এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপেকে নিয়ে গড়া দুর্দান্ত আক্রমণভাগের দলটি গ্রুপ […]









