
কখনও মুমিনুলকে খুব উচ্ছ্বসিত উদযাপন দেখা যায়নি। অতি-উচ্ছ্বাস তার স্বভাবেও নেই। বড় বড় কীর্তি গড়েও থাকেন নির্লিপ্ত। সেই স্বভাববিরুদ্ধ কাজটাই করলেন শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির পর। মনের ভেতর জমে থাকা সব কষ্ট যেন বের করে দিলেন বাঁধনহারা উদযাপনে! বুধবার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে চা বিরতির আগে ৯৩ রানে দাঁড়িয়ে অফস্পিনার সান্দাকানকে পরপর দুই চার মেরে […]
