এক নজরে কিলিয়ান সানমি এমবাপে লত্তিন

নাম কিলিয়ান সানমি এমবাপে লত্তিন  জন্ম ২০ ডিসেম্বর ১৯৯৮, উচ্চতা ৫.১০” ।  হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়ার। তিনি স্ট্রাইকার হিসেবে মোনাকো থেকে ধারে প্যারিস সেন্ট জার্মেই এবং ফ্রান্স জাতীয় ফুটবল দলে খেলে থাকেন। প্রারম্ভিক জীবন  এমবাপে ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর ফ্রান্সের বন্দিতে জন্মগ্রহণ করেন। তার পিতা উইলফ্রিড ক্যামেরুন থেকে ফ্রান্সে আসেন। তিনি এমবাপের প্রতিনিধি এবং এএস বন্দির কোচ হিসেবে কর্মরত। তার দত্তক নেওয়া […]