তৃতীয়বারের মত ম্যান অফ দ্যা টুর্নামেন্ট সাকিব অাল হাসান!

এবারের বিপিএলে ৭ দল থেকে এখন শিরোপার দৌড়ে এগিয়ে তিন দল। ঢাকা ডাইনামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রায়ডার্স। লড়াইটা হবে মাশরাফি, সাকিব এবং তামিমের মধ্যে। ইতি মধ্যেই ফাইনালে চলে গেছে ঢাকা। অার তার পিছনে সবচেয়ে বেশী অবদান অধিনায়ক সাকিব অাল হাসানের। ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা এই অলরাউন্ডার বিপিএলে তৃতীয় বারের মত ম্যান অফ দ্যা টুর্নামেন্ট […]