
২০১৮ সালে ইন্টান্যাশনাল চ্যাম্পিয়নস কাপের জন্য অনুমোদন পেয়েছে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যান সিটি, পিএসজি. এছাড়া চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, টটেনহ্যাম, এসি মিলান, ইন্টার মিলান, এতলেটিকো মাদ্রিদ, বেনফিকা আগেই নিশ্চিত ছিলো. এছাড়াও আছে বুন্দেসলীগা জায়ান্ট বায়ার্ন মিউনিখ, এবং বরুশিয়া ডর্টমুন্ড. উচল সেমি ফাইনালিস্ট লিভারপুল এবং রোমা নিশ্চিত হয়েছে গতকাল. এবং সেভিয়া গতকাল নিশ্চিত করছে তাদের অংশগ্রহন. ২০১৭ […]
