
মোহাম্মদ রফিক একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্বদানকারী উইকেট শিকারি ছিলেন। তিনি একজন বাঁ-হাতি স্পিনার। বোলিংয়ের ধরন স্লো লেফট আর্ম অর্থড। টেষ্টে ৩৩ ম্যাচ খেলে নিয়েছিলেন ১০০ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়ে ছিলেন ৭ বার সেরা বোলিং ৬/৭৭। ওয়ানডে ১২৫ ম্যাচ খেলে নিয়েছিলেন ১২৫ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১ বার সেরা বোলিং […]
