
দলটির জয় পেতে এতটাই কষ্ট হত যে তাদের খেলা দেখলে মনে হত ব্রাজিল নয়, তাদের প্রেতাত্মারা খেলছে। ২০১৪ বিশ্বকাপের পর থেকেই সেই দুর্দশা চলছিল। টানা দুটি কোপা আমেরিকায় ব্যর্থতা ও বাছাই পর্বে পিছিয়ে থেকে বিশ্বকাপে জায়গা হারানোর শঙ্কাও চেপে বসেছিল সমর্থকদের মনে। এরপর দুঙ্গার যুগ শেষ হলো। তাকে বরখাস্তের পর দায়িত্ব দেয়া হল তখনকার কারন্থিনিয়াস […]
