জরিমানা গুনতে হচ্ছে নাসিরের সিলেটকে!

প্রথম ম্যাচে টসে করতে দেরি করতে আসায় অধিনায়ক নাসির হোসেন ও ম্যানেজার হাসিবুল হোসেন শান্তকে সতর্ক করেছিল বিসিবি।দ্বিতীয় ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করায় ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা গুনেছেন সাব্বির রহমান। তৃতীয় ম্যাচেও তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এবার শুধু সাব্বির একা নন, পুরো সিলেট সিক্সার্স দলকে জরিমানা করা হয়েছে।তৃতীয় ম্যাচে […]