‘সোনার হরিণ’ হচ্ছেন সাইফউদ্দিন:

পেস বোলিং ও ব্যাটিং, একইসঙ্গে দুটোতেই সমান দক্ষ, এমন ক্রিকেটারের জন্য অপেক্ষা দীর্ঘদিনের। বাংলাদেশ দল খুঁজে ফিরেছে এমন একজন পেস-বোলিং অলরাউন্ডার; যার ক্ষমতা থাকবে দুবিভাগেই অবদান রাখার। কিন্তু কার মঝে মিলবে সেই ‘সোনার হরিণের’ খোঁজ? আশা দেখাচ্ছেন একজন- মোহাম্মদ সাইফউদ্দিন।বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে নর্দান টেরিটরি একাদশের বিপক্ষে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দক্ষতা দেখিয়েছেন […]