
হঠাৎ করেই জাতীয় দলে ইঞুরির হিড়িক পরে গেছে। অলরাউন্ডার নাসির হোসেন ইঞ্জুরির কারণে মাঠের বাইরে চলে গেছেন লম্বা সময়ের জন্য। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদও রয়েছে ইঞ্জরির ভিতর। এই দুজনের কেউই বিসিএলে খেলছেন না, কবে মাঠে নামবেন সেটাও জানানেই। আজ বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, মিরাজের চোট মুস্তাফিজের মতোই। এই কাঁধের ইঞুরির কারণে ২০১৬ […]

